নড়াইল এক্সপ্রেসের ১২০টি ডাস্টবিন স্থাপন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৬:৪৭ পিএম, ১৪ জুন ২০১৮

গ্রীন নড়াইল ক্লিন নড়াইল গড়ার লক্ষে শহরের বিভিন্ন স্থানে ময়লা ফেলার ডাস্টবিন স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসন ও নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় এবং নড়াইল পৌরসভার ব্যবস্থাপনায় শহরের চৌরাস্তায় ময়লা ফেলার ডাস্টবিন স্থাপন কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী।

এ উপলক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম, নড়াইল পৌরসভার প্যানেল মেয়র রেজাউল বিশ্বাস, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি তরিকুল ইসলাম অনিক, পৌর কাউন্সিলর কাজী বশিরুল হক, ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সদস্য কাজী হাফিজুর রহমান ও নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর্জা নজরুল ইসলাম।

Narail-02

জানা গেছে, ১২০টি ডাস্টবিন নির্মাণ ব্যয় হয়েছে ৯ লাখ টাকা। এর মধ্যে নড়াইল শহরে ১০০টি, লোহাগড়া পৌর এলাকায় ২০টি এবং পর্যায়ক্রমে কালিয়া পৌর এলাকায় প্রয়োজনীয় ডাস্টবিন স্থাপন করা হবে। এরই ধারাবাহিকতায় নড়াইল ও লোহাগড়ায় ডাস্টবিন স্থাপন কাজের উদ্বোধন করা হলো।

উল্লেখ্য, নড়াইলের সন্তান জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি-বিন-মুর্তজার নেতৃত্বে ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ নামে একটি জনকল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। ফাউন্ডেশন দুস্থ মানুষের স্বাস্থ সেবা ও শিক্ষার জন্য আর্থিক সাহায্য, কম খরচে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন থায়রো কেয়ার বাংলাদেশ লিমিটেড নামে একটি ডায়াগনস্টিক ল্যাবরেটরির প্যাথলজিক্যাল টেস্ট কার্যক্রম, শহরের দুটি পয়েন্টে ফ্রি ওয়াইফাই ব্যবস্থা, তৃণমূল পর্যায় হতে ক্রিকেট, ফুটবল ও ভলিবল খেলোয়াড় অন্বেষন ও বাছাই করে তাদের সারা বছর প্রশিক্ষণের ব্যবস্থা, অত্যাধুনিক জিম নির্মাণ, সাংস্কৃতিক কার্যক্রম, পরিবেশ, পর্যটনসহ ১০টি বিভাগে উন্নয়নের লক্ষ নিয়ে কাজ শুরু করেছে।

হাফিজুল নিলু/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।