চকরিয়ায় যুবকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১২:৪৯ পিএম, ২৩ জুন ২০১৮
ফাইল ছবি

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া থেকে মো. জুয়েল (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে খুটাখালী মেধাকচ্ছপিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জুয়েল চকরিয়া পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের মোক্তার আহমদের ছেলে।

নিহতের মামাতো ভাই মাস্টার সুজন চৌধুরী জানান, তার ফুফাত ভাই জুয়েল মানসিক ভারসাম্যহীন ছিল। মাঝেমাঝে রাতে বাড়ি থেকে বের হয়ে মহাসড়কে গাড়ি থামানোর চেষ্টা করত।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি আলমগীর হোসেন জানান, স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে সেটি উদ্ধার করে আনা হয়। এরপর মরদেহের একটি ছবি ফেসবুকে পোস্ট করা হলে স্বজনরা দেখে পরিচয় শনাক্ত করেন।

তিনি আরও জানান, শনিবার সকালে তার স্বজনরা ফাঁড়িতে এলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি হস্তান্তর করা হয়।

সায়ীদ আলমগীর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।