বিনা কারণেই ২০টি গাছ কাটলো ঠিকাদারি প্রতিষ্ঠান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ০৮:৫৮ এএম, ০৫ জুলাই ২০১৮

মাগুরা শহরের স্টেডিয়াম পাড়া এলাকায় নির্মাণাধীন শেখ কামাল আইটি পার্কের ২০টি গাছ অবৈধভাবে কেটে ফেলেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। এ ঘটনায় বুধবার মাগুরা পৌর ভূমি অফিসের নায়েব প্রভাষ চন্দ্র বারুরী বাদী হয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের তিন জনকে আসামি করে একটি মামলা করেছেন। কেটে ফেলা গাছগুলো উদ্ধার করে মাগুরা সদর উপজেলা পরিষদ চত্বরে আনা হয়েছে।

মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান বলেন- শেখ কামাল আইটি পার্ক নির্মাণের জন্য শহরের স্টেডিয়াম পাড়ায় সরকারের পক্ষ থেকে ৫ একর জায়গা বরাদ্দ দেয়া হয়। ওই জায়গায় কাঁঠাল, আম, নিম, কদম, বরইসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৩০টি গাছ ছিল। কোনো প্রকার সরকারি নির্দেশনা কিংবা অনুমতি ছাড়াই নির্মাণ কাজে নিয়োজিত মেসার্স লিটন কনস্ট্রাকশন নামে ঠিকাদারি প্রতিষ্ঠানের লাকজন মঙ্গলবার রাতে অন্তত ২০টি গাছ কেটে ফেলে।

তিনি বলেন, এ গাছগুলো না কেটেও ঠিকাদার ভালোভাবেই নির্মাণকাজ করতে পারতেন। বরং গাছ থাকলেই ওই প্রতিষ্ঠানটির চত্বর আরও মনরম ও ছায়া সুনিবিড় থাকতো। অসৎ উদ্দেশ্য থেকেই তারা গাছগুলো নিয়ে গিয়ে পৌরসভার বাইরে ইছাখাদা এলাকায় একটি স’মিলে বিক্রি করে। যার মূল্য প্রায় এক লাখ টাকা।

বিনা অনুমতিতে সরকারি গাছ কাটা সম্পূর্ণ বেআইনি। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আসাদুজ্জামান, তারেক হোসেন ও কাজী রানা নামে ঠিকাদারি প্রতিষ্ঠানের ৩ কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াছ হোসেন জানান- মামলার অভিযোগ পেয়েছি। গোপনে বিক্রি করা গাছগুলো উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠান লিটন কন্সট্রাকশনের সুপারভাইজার কাজী রানা বলেন- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মৌখিক অনুমতিতে আমরা গাছগুলো কেটেছি। তবে মাগুরা প্রশাসনের পক্ষ থেকে গাছ ফেরত চাইলে তাদেরকে গাছ ফেরত দেয়া হয়েছে।

আরাফাত হোসেন/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।