ফরিদপুরে গ্রেফতার ৫৮

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০১:৪১ পিএম, ১২ জুলাই ২০১৮

ফরিদপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী, মাদকসেবীসহ বিভিন্ন মামলার ৫৮ জন আসামিকে গ্রেফতার করেছে ডিবি ও থানা পুলিশ।

বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, জেলার ৯টি উপজেলার অভিযানে গ্রেফতারদের মধ্যে মাদকব্যবসায়ী ১১ জন, মাদক সেবনকারী ৬, নিয়মিত মামলায় ৩, সাজাপ্রাপ্ত আসামি ১, গ্রেফতারি পরোয়ানাজারীকৃত ৩৭ জন রয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১৫টি মামলা রুজু হয়েছে।

ফরিদপুরের পুলিশ সুপার মো. জাকির হোসেন খান জানান, গত ২৪ ঘণ্টায় জেলার ৯টি উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলার ৫৮ আসামিকে গ্রেফতার করেছে থানা ও ডিবি পুলিশ। এ সময় ১৫০ পিস ইয়াবা এবং ৩১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান ও বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।