নাটোরে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৭:৪৪ পিএম, ২১ জুলাই ২০১৮
ছবি-ফাইল

নাটোরে বালুবোঝাই ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

শনিবার সন্ধ্যায় লালপুর উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের দাঁইড়পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বনপাড়া হাইওয়ে থানা পুলিশের ওসি জিএম শামছুর নুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার সন্ধ্যা ৬টার দিকে লালপুর উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের দাঁইড়পাড়া এলাকায় রাজবাড়ীগামী সরকার ট্রাভেলসের (রাজবাড়ি ব-১১-০০৭০) বাসের সঙ্গে বিপরীতমুখী বালুবোঝাই ট্রাকের (ঢাকা-মেট্রো ট-১১-৭৫২৬) মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হন। নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনায় বাসের কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলেও জানান ওসি।

রেজাউল করিম রেজা/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।