রাজবাড়ীতে ১ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ০৫ আগস্ট ২০১৮

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাইপাস এলাকায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ১০২৫ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

রোববার রাত ৮টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশ। তবে এদের সবাইকে বিকেলে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

গ্রেফতারকৃতরা হলেন- বালিয়াকান্দি উপজেলার সোলাবাড়িয়া গ্রামের মো. রইচ মন্ডল (২৩), দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপনা অাদর্শ গ্রামের চান মিয়া মোল্লা (৩৮) এবং উত্তর দৌলতদিয়া ওমর অালী মন্ডল পাড়ার খলিল সরদার (৩৬)।

রাজবাড়ী ডিবি পুলিশের ওসি মো. কামাল হোসেন ভূইয়া বলেন, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তিনজন মাদক ব্যবসায়ীকে ১০২৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে।

রুবেলুর রহমান/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।