দুই মাসেও উদ্ধার হয়নি ভাসমান ওয়ার্কশপ
লক্ষ্মীপুর-ভোলা নৌপথে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) কোটি টাকা মূল্যের ভাসমান ওয়ার্কশপটি ডুবে যাওয়ার দুই মাসেও উদ্ধার করা হয়নি।
মঙ্গলবার দুপুর পর্যন্ত এ নিয়ে কোনো উদ্ধার তৎপরতা দেখা যায়নি। এর আগে গত ৬ জুন (বুধবার) সকালে সদর উপজেলার মজু চৌধুরীর হাট ফেরিঘাট এলাকার মেঘনা নদীর সংযোগ রহমতখালী খালে ওয়ার্কশপটি ডুবে যায়।
জানা যায়, লক্ষ্মীপুর-ভোলা নৌপথে পারাপারে নষ্ট হয়ে যাওয়া ফেরি ও লঞ্চ মেরামত করতে কোটি টাকা মূল্যের ‘এফএম কামার হাটি ঘাটি’ নামে ভাসমান ওয়ার্কশপটি আনে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। প্রায় দশ বছর ধরে মজুচৌধুরীর হাট এলাকায় ভাসমান ওয়ার্কশপটি ভিড়িয়ে রাখা হয়। প্রয়োজনে কর্তৃপক্ষ এটি ব্যবহার করতেন।
এ বিষয়ে লক্ষ্মীপুর-ভোলা ফেরি সার্ভিসের মজু চৌধুরীর হাট ঘাটের সহকারী ব্যবস্থাপক সিহাব উদ্দিন বলেন, ওয়ার্কশপটি ডুবে যাওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরে একটি দল ঘটনাস্থলে এসে পর্যবেক্ষণ করেছেন। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে উদ্ধারকারী জাহাজ এসে ওয়ার্কশপটি উদ্ধার করবে।
কাজল কায়েস/আরএ/আরআইপি