পদ্মা নদীতে নিখোঁজ ৮ জনের পরিবারকে আর্থিক সহায়তা
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মা নদীতে নিখোঁজ আটজনের পরিবারের মাঝে নগদ টাকা বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার সাধুর বাজার ভাঙন কবলিত এলাকা সংলগ্ন উত্তর কেদারপুর গ্রামে প্রতি পরিবারকে ১০ হাজার টাকা করে টাকা দেয়া হয়।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম আট পরিবারকে ১০ হাজার করে মোট ৮০ হাজার টাকা প্রদান করেন।
এ সময় শরীয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তাহের, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াসমিন, নড়িয়া পৌরসভা মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ি, নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন, কেদারপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফেজ সানাউল্লাহ্, সাবেক চেয়ারম্যান ইমাম হোসেন দেওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারের মাধ্যমে নিখোঁজদের পরিবারসহ পদ্মায় ভাঙন কবলিত এলাকার ৬০০ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, চিনি, লবণ, বিস্কুটসহ বিভিন্ন খাদ্য বিতরণ করেছে নড়িয়া উপজেলা প্রশাসন।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার বিকেলে নড়িয়া উপজেলার সাধুর বাজার ভূমিধসের মত হঠাৎ পদ্মা নদীর গর্ভে চলে যায়। বিভিন্ন এলাকা থেকে নদী ভাঙন দেখতে আসা নড়িয়া উপজেলার উত্তর কেদারপুর গ্রামের শাহজাহান বেপারী (৭০), মজিবুর রহমান ছৈয়াল (৪৫), গোপী বাছার (৫৫), কেদারপুর গ্রামের নাসির বয়াতী (১৮), চাকধ গ্রামের নাসির হাওলাদার (৩৫), মোক্তারের চর গ্রামের আব্দুর রশিদ হাওলাদার (৩৬) ও বরিশাল নাজিরপুর বরইবুনিয়া গ্রামের আল আমিন (২৭) এতে নিখোঁজ হন। আহত হন প্রায় ২০ জন। দুইদিনেও নিখোঁজদের সন্ধান মেলেনি।
ছগির হোসেন/আরএআর/আরআইপি