রাজবাড়ীতে সাত দিনে ১৯১৫ মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৭:৫৫ পিএম, ১১ আগস্ট ২০১৮

আইন মেনে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি-এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় রাজবাড়ীতে ট্রাফিক সপ্তাহের ৭ দিনে যানবাহন ও চালকসহ ১৯১৫টি মামলা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় জেলা পুলিশ প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি মাসের ৫ অাগস্ট থেকে অাজ ১১ অাগস্ট বিকেল পর্যন্ত জেলা পুলিশ, ট্রাফিক পুলিশ, ফাঁড়ির পুলিশসহ অন্যান্য পুলিশ জেলার বিভিন্ন পয়েন্টে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের বৈধ কাগজপত্রসহ অানুষাঙ্গিক বিষয়ে অভিযান পরিচালনা করেন।

অভিযানের প্রথম দিনে ১৬১টি, দ্বিতীয় দিনে ১১৮টি, তৃতীয় দিনে ৪১৬টি, চতুর্থ দিনে ৩৬৭টি, পঞ্চম দিনে ৩২৭টি, ষষ্ঠদিনে ২৩৬টি ও সপ্তমদিনে ২৯০টিসহ মোট ১৯১৫টি মামলা করেন এবং প্রায় ৫০টি বিভিন্ন ধরনের যানবাহনকে অাটক করা হয়।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান জানান, অভিযান অারও ৩ দিন বাড়ানো হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রুবেলুর রহমান/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।