খুলে পড়ল ভ্যানের চাকা, প্রাণ গেলো দাদা-নাতির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০১:০৭ পিএম, ২৫ আগস্ট ২০১৮
ফাইল ছবি

রাজশাহীতে ব্যাটারিচালিত ভ্যানের চাকা খুলে পড়ে প্রাণ গেলো দাদা-নাতির। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নগরীর কাটাখালির সমসাদিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- কাটাখালি দেওয়ানপাড়া এলাকার ভ্যানচালক দাদা নাজিম উদ্দিন (৫০) ও তার নাতি আরাফাত আলী (৫)। এ ঘটনায় আহত হয়েছেন নাজিম উদ্দিনের স্ত্রী আশিয়া বেগম ও আরেক নাতি কালাম।

স্থানীয় সূত্র জানায়, স্ত্রী ও দুই নাতিকে নিয়ে ভ্যান চালিয়ে পাশের কাপাশিয়া এলাকার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন নাজিম উদ্দিন। পথে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়েন তারা। দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেন দমকল বাহিনীর কর্মীরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক হুমায়ুন কবির বলেন, সমসাদিপুর গ্যারেজের কাছে দ্রুতগামী ভ্যানের চাকা খুলে পড়ে। এতে ভ্যানচালক দাদা ও নাতি নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে নগরীর কাটাখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বলেন, ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে গেছেন স্বজনরা। এ নিয়ে অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

ফেরদৌস সিদ্দিকী/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।