ধলেশ্বরীতে নৌকাডুবি : নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
প্রকাশিত: ১১:৩১ এএম, ২৯ আগস্ট ২০১৮
প্রতীকী ছবি

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ধলেশ্বরী নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ব্যবসায়ী মো.সামাদ হোসেনের (৩৫) মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কয়রাখোলা নামক এলাকা থেকে ভাসমান অবস্থায় স্থানীয়রা মরদেহটি উদ্ধার করেন।

নিহত সামাদ ঢাকার গেন্ডারিয়ার হাজী মোহাম্মদ আলীর ছেলে এবং সিরাজদিখান উপজেলার পাথরঘাটা গ্রামের মো. আজিজ বেপারীর জামাতা। তিনি ঢাকার শ্যামবাজারের ব্যবসায়ী ছিলেন।

বাসাইল ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মাহবুব রহমান জানান, ঘটনার দিন ডুবে যাওয়া নৌকাটির ৭-৮ জন যাত্রী বেঁচে যান। তবে সাঁতার না জানার কারণে ডুবে যান সামাদ। ২৪ ঘণ্টা পর নৌকাডুবির স্থান থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে মরদেহটি ভেসে উঠলে সেটি উদ্ধার করা হয়।

নিহতের স্বজনরা জানান, সামাদ ঈদের ছুটিতে শ্বশুরবাড়ি বেড়াতে আসেন। সোমবার বিকেলে শ্বশুরবাড়ির ৭-৮ জন লোক নিয়ে একটি ডিঙ্গি নৌকায় ধলেশ্বরী নদীতে ঘুরতে বেরিয়েছিলেন তিনি। নৌকাটি পলাশপুর গ্রামের তীরবর্তী এলাকায় পৌঁছলে তলিয়ে যায়। নৌকার অন্যান্যরা তীরে উঠতে পারলেও সাঁতার না জানার কারণে সামাদ ডুবে যান।

ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।