ভারতীয় জাল রুপি তৈরি করেন তিনি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৮:২৭ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০১৮

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার টিকরামপুর মহল্লা থেকে ৫০ লাখ ভারতীয় জাল রুপিসহ রুবেল হোসেন (২২) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। শুক্রবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। এ সময় কোটি টাকা তৈরির কাগজ, ছয়টি কালার প্রিন্টার, দুটি ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

আটক রুবেল হোসেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার জোড়গাছী মহল্লার আকবর আলীর ছেলে।

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক রুবেল প্রায় ছয় মাস আগে টিকরামপুর মহল্লার নুরুল ইসলামের বাড়ি ভাড়া নিয়ে ভারতীয় ও বাংলাদেশি জাল টাকা তৈরি করে আসছিল।

জিজ্ঞাসাবাদে রুবেল র‌্যাবকে জানায়, ভারতীয় জাল রুপি গরু ব্যবসায়ীদের কাছে এবং বাংলাদেশি জাল টাকা কয়েকটি ব্যাংক, এনজিও এবং বীমা কোম্পানিগুলোতে সরবরাহ করতো সে। তার সঙ্গে আরও একজন সহযোগী ছিল। সে পলাতক রয়েছে।

মোহাঃ আব্দুল্লাহ/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।