সাইকেলের ফ্রেমের পাইপে পনেরশ ইয়াবা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ০১:২৩ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০১৮

ভোলার লালমোহন উপজেলায় সাইকেলের ফ্রেমের পাইপের মধ্য থেকে ১ হাজার ৫২০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় সাইকেল আরোহী ফরিদ মাঝিকে (২৮) গ্রেফতার করা হয়েছে। উপজেলার ডাওরী বাজার এলাকায় শুক্রবার রাতে বরিশাল র‌্যাব-৮ এর সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। তিনি মাঝি চরফ্যাশন উপজেলার মৃত আব্দুল কাদের মাঝির ছেলে।

শনিবার সকাল ১০টার দিকে বরিশাল র‌্যাব-৮ এর কার্যালয় থেকে মেইল বার্তায় জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে লালমোহন উপজেলার ডাওরী বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি বাই সাইকেলসহ ফরিদ মাঝিকে আটক করা হয়। পরে ফরিদ মাঝির স্বীকারোক্তি অনুযায়ী বাই সাইকেলের সিটের নিচে ফ্রেমের পাইপের মধ্য থেকে ১ হাজার ৫২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটকের পর ফরিদ র্যাবকে জানায়, কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ভোলা জেলার লালমোহনসহ অন্যান্য এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে ইয়াবা বিক্রি করে আসছিল।

এঘটনায় র‌্যাব-৮ এর বরিশাল সিপিএসসির ডিএডি মো. আল মামুন শিকদার বাদী হয়ে লালমোহন থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা করেছেন।

সাইফ আমীন/আরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।