নারায়ণগঞ্জে গোলাগুলিতে যুবক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১১:৪০ এএম, ০৯ সেপ্টেম্বর ২০১৮

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ডাকাতির মালামাল ভাগাভাগি নিয়ে ডাকাতদের গুলিতে জাকির হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার ভোরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মরদাসাদি এলাকার একটি ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ বলছে, নিহত জাকির আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে।

আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক বলেন, রোববার ভোরে সংঘবদ্ধ ডাকাত দল গোপলদী কিংবা এর আশেপাশের এলাকায় ডাকাতি করে মরদাসাদি এলাকার ক্ষেতের মধ্যে বসে ডাকাতির জিনিসপত্র ভাগাভাগি করে। এ সময় ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে মারামারি ও গোলাগুলি হয়। গোলাগুলি ও ডাকাতদের চিৎকার শোনে টহল পুলিশ সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলে জাকির হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।

পুলিশ জাকিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশি পিস্তল, একটি গুলি ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে। নিহত জাকিরের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে বলে ওসি জানান।

শাহাদাত হোসেন/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।