ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
লালমনিরহাটে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে অাশরাফুল ইসলাম নাহিদ (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার রাত ৯টার দিকে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের লালমনিরহাট বড়বাড়ি ডাক বাংলো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা রংপুরগামী মালবাহী একটি ট্রাক বড়বাড়ি ডাক বাংলো এলাকায় কুড়িগ্রামগামী ওই মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নাহিদ কুড়িগ্রাম সদরের পশু হাসপাতাল এলাকার আবুল কাসেমের ছেলে।
রবিউল হাসান/বিএ