বরগুনায় অস্ত্রসহ জলদস্যু গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ১০:৫৬ এএম, ২০ সেপ্টেম্বর ২০১৮

সুন্দরবন কেন্দ্রিক জলদস্যু ছাত্তার বাহিনীর এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার ভোরে বরগুনার পাথরঘাটা উপজেলার সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদী থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটক জলদস্যু তায়েব আলী শেখ বাগেরহাটের উত্তর খানপুর এলাকার মৃত শেখ সাঈদ আলীর ছেলে। এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবীর জানান, নিয়মিত টহলের সময় র্যাব-৮ এর সদস্যরা বলেশ্বর নদীতে একটি ট্রলার থেকে অস্ত্রসহ তাকে গ্রেফতার করে।

তিনি আরো বলেন, এ ঘটনায় তায়েব আলী শেখের বিরুদ্ধে পাথরঘাটা থানায় মামলা করেছে র্যাব। তায়েব আলীকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সাইফুল ইসলাম মিরাজ/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।