সিরাজগঞ্জে বিএনপি-জামায়াতের ৪ নেতা-কর্মী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০১:০৭ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৮

সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলায় বিএনপি-জামায়াতের চার নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৬টি ককটেল উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

বুধবার রাতে সলঙ্গা থানার গোলকপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সলঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারিফ, সলঙ্গা ইউনিয়নের ইউপি সদস্য ও যুবদল নেতা ফরিদুল ইসলাম, হাটিকুমরুল ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি রাকিবুল হাসান এবং জামায়াত কর্মী আব্দুস সামাদ।

আটকের সত্যতা নিশ্চিত করে সলঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহেদুজ্জামান জানান, গোলকপুর বাজারে গোপন বৈঠক চলাকালে ওই চারজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬টি ককটেল উদ্ধার করা হয়।

ইউসুফ দেওয়ান রাজু/আরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।