কসবায় ট্রেন লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৮
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ইমামবাড়ি রেলওয়ে স্টেশনের অদূরে একটি মালবাহী ট্রেনের বগি ও ইঞ্জিন লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও চট্টগ্রামের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, দুপুরে চট্টগ্রাম থেকে আসা ঢাকামুখী একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন ও একটি বগি ইমামবাড়ি রেলওয়ে স্টেশনের অদূরে লাইনচ্যুত হয়। পরে আখাউড়া রেলওয়ে জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে লাইনচ্যুত বগিটি উদ্ধার করেছে। এখন ইঞ্জিনটি উদ্ধারের কাজ চলছে।

তিনি আরও জানান, এ ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার মাইনুল হক জাগো নিউজকে জানান, লাইনচ্যুতির কারণে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস কুমিল্লার শশীদল রেলওয়ে স্টেশনে ও চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন, ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস কুমিল্লা ও চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস আখাউড়া, চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস আখাউড়া এবং ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে।

আজিজুল সঞ্চয়/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।