কালীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৩:২৪ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৮

 

ঝিনাইদহের কালীগঞ্জের ডুমুরতলা গ্রামে পানিতে ডুবে মো. সুমন (২) নামে দুই বছরের শিশুর মারা গেছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বাড়ির পাশের ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সুমন ডুমুরতলা গ্রামের জামাল হোসেনের ছেলে। প্রতিবেশীরা জানায়, বিকেল ৫টার দিকে বাড়িতেই খেলছিল সুমন। হাঁটতে হাঁটতে পাশের একটি ডোবায় পড়ে যায় সে। এরপর অনেক খোঁজাখুজির পরও তাকে পাওয়া যায়নি। পরে সন্ধ্যা ৭টার দিকে বাড়ির পাশের ডোবার পানিতে সুমনের মরদেহ দেখা যায়।

কালীগঞ্জ উপজেলার ১নং সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন।

এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।