২০০ বোতল ফেনসিডিলসহ গুলিবিদ্ধ মাদক বিক্রেতা আটক
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক বিক্রেতা গুলিবিদ্ধ হয়েছেন। তার নাম মিজানুর রহমান মিজান (৩৬)।
রোববার বিকেলে উপজেলার উত্তর গোবদা এলাকায় এ ঘটনা ঘটে। মিজান ওই এলাকার মৃত হোসেন আলী দালালের ছেলে।
পুলিশ জানায়, মাদকের চালান নিয়ে একটি মাদক বিক্রেতা চক্র দুর্গাপুর অতিক্রম করছে এমন খবরে উত্তর গোবদা এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় মাদক বিক্রেতারা পুলিশের ওপর হামলা করলে পুলিশ দুই রাউন্ড গুলি ছোড়ে। এতে মিজানের দুই পায়ে গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় পুলিশ তাকে আটক করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনাস্থল থেকে পুলিশ ২০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
আদিতমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মিজানের বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে।
রবিউল/এমএএস/জেআইএম