সন্তানের দুধ কিনে ঘরে ফেরা হলো না বাবার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ১১:১১ এএম, ২৪ সেপ্টেম্বর ২০১৮

মাগুরা শহরের পারনান্দুয়ালি কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় লাবলু তালুকদার ও নিয়ামুল তালুকদার নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকালে মাগুরা-ফরিদপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লাবলুর বন্ধু টুটুল জানান, সকালে লাবলু ফজরের নামাজ আদায় করে মোটরসাইকেল যোগে নিজ সন্তানের জন্য গরুর দুধ কিনতে রামনগর বাজারে যাচ্ছিলেন। কিন্তু সড়ক দুর্ঘটনা তাদের দুজনের প্রাণ কেড়ে নিলো।

পৌরসভার সাবেক ৯নং ওয়ার্ড কাউন্সিলর আছহাব হোসেন জানান, নিহত লাবলু ব্যক্তিগত জীবনে কিছু করতে পারে নাই। তার বেতনের সব টাকা সংসার চালাতে ফুরিয়ে যেত। তার মৃত্যুতে পরিবারটি একেবারেই শেষ হয়েগেছে।

Magura

মাগুরা সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মুমিন বলেন, সকালে মাগুরা-ফরিদপুর সড়কের পৌর টার্মিনাল এলাকায় ফরিদপুরগামী একটি পিকআপ ভ্যান অপরদিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ ঘটনায় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর গভীর শোক প্রকাশ করেছেন। কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো সহযোগিতার আশ্বাস মেলেনি। তবে জেলা প্রশাসনের সহযোগীতা কামনা করেছেন নিহতদের পরিবার ও এলাকাবাসী।

মো.আরাফাত হোসেন/আরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।