এমপি মোকতাদিরের সমালোচনায় আওয়ামী লীগ নেতারা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৯:১৩ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৮

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে নিয়ে তুমুল সমালোচনা করেছেন তার নিজ দলের কয়েকজন নেতা।

সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই (দক্ষিণ) ইউনিয়নের বটতলি গ্রামে এক সুধী সমাবেশে মোকতাদির চৌধুরীর নানা কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেন ওই নেতারা।

স্থানীয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন নবনির্মিত সড়কের উদ্বোধন উপলক্ষে বিদ্যালয় পরিচালনা কমিটি এ সুধী সমাবেশের আয়োজন করে।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল আলম এবং প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আমানুল হক সেন্টু।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী মোবারক হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মো. হেলাল উদ্দিন, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মিনারা আলম। অনুষ্ঠানে বিপুল সংখ্যক স্থানীয় সূধীজন উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা মোকতাদির চৌধুরীকে দুর্নীতিবাজ উল্লেখ করে বলেন, তিনি বিভিন্ন বদলি ও টেন্ডার (দরপত্র) থেকে টাকা খান। চাকরি প্রার্থীদের কাছ থেকেও টাকা খান, একটা লোক বলতে পারবে না যে মেধা ও পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় যে উন্নয়ন কাজ হয়েছে মোকতাদির চৌধুরী প্রতিটা কাজে বাণিজ্য করেছেন বলেও উল্লেখ করেন বক্তারা।

সমাবেশের আগে জেলা পরিষদের অর্থায়নে আঞ্চলিক সড়ক থেকে বিদ্যালয় ভবন পর্যন্ত ৪ লক্ষ টাকা ব্যয়ে ২২০ ফুট লম্বা ও ১২ ফুট প্রশস্ত সড়কটির উদ্বোধন করা হয়।

আজিজুল সঞ্চয়/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।