কসবায় বজ্রপাতে একজনের মৃত্যু
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বজ্রপাতে নিলুফা বেগম (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার বিনাউটি ইউনিয়নের টিঘড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত নিলুফা ওই গ্রামের মামুন মিয়ার স্ত্রী।
গৃহবধূর স্বজনদের বরাত দিয়ে বিনাউটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন ভূইয়া বলেন, বিকেলে বৃষ্টির মধ্যে বাড়ি থেকে পার্শ্ববর্তী পুকুরপাড় দিয়ে হেঁটে যাওয়ার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
আজিজুল সঞ্চয়/এএম/এমএস