ঝিনাইদহে ডাকাত ও জামায়াত কর্মীসহ আটক ৮২
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা থেকে অস্ত্র-গুলিসহ বোরাক লস্কর (৪৫) নামে এক ডাকাতকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রোববার ভোরে উপজেলার কোলা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক বোরাক পার্শ্ববর্তী মাগুরা জেলার শালিখা উপজেলার পিপরুল গ্রামের সোনা উল্লাহ লস্করের ছেলে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঝিনাইদহ গোয়েন্দা পুলিশ ভোরে কালীগঞ্জ উপজেলার কোলা বাজার এলাকায় তল্লাশি চালায়। তল্লাশিকালে উক্ত স্থান থেকে একাধিক ডাকাতি মামলার আসামি বোরাক লস্করকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এ সময় তার স্বীকারোক্তিতে পুলিশ ওই এলাকার পাশের একটি চাতালে লুকিয়ে রাখা একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, ম্যাগজিন ও ২টি অস্ত্র তৈরির সারঞ্জম উদ্ধার করে তারা।
পুলিশ জানায়, আটককৃত ডাকাতের বিরুদ্ধে মাগুরার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
অপরদিকে জেলা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জেলার ছয়টি উপজেলা থেকে এক জামায়াত কর্মী, দুই মাদককারবারীসহ বিভিন্ন মামলায় ৮২ জনকে আটক করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
আহমেদ নাসিম আনসারী/আরএ/এমএস