সবজি ক্ষেতেই প্রাণ গেল কৃষকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৭:২৩ পিএম, ০১ অক্টোবর ২০১৮
ফাইল ছবি

কক্সবাজারের রামুতে বজ্রপাতে হাবিব আহমদ (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মৌজিমেরদ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হাবিব আহমদ চাকমারকুল ইউনিয়নের আলী হোসেন সিকদারপাড়া এলাকার মৃত আশরাফুজ্জামানের ছেলে।

কক্সবাজার জেলা পরিষদের সদস্য ও স্থানীয় বাসিন্দা নুরুল হক জানান, সোমবার সকালে হাবিব আহমদ মৌজিমেরদ্বীপ এলাকায় বাঁকখালী নদীর তীরে সবজি ক্ষেতে কাজ করতে যান। দুপুর গড়িয়ে গেলেও তিনি বাড়িতে ভাত খেতে না যাওয়ায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। বিকেল ৪টার দিকে হাবিব আহমদের মেয়ে সবজি ক্ষেতে গিয়ে বাবার মরদেহ দেখতে পান।

পরিবারের সদস্যরা জানান, বজ্রপাতে হাবিব আহমদের কান ফেটে রক্তক্ষরণ হয়েছে। তাদের ধারণা দুপুর ১টার দিকে বজ্রপাতে আক্রান্ত হয়ে তিনি ঘটনাস্থলেই মারা গেছেন। নিহত হাবিব আহমদ তিন ছেলে ও এক মেয়ের জনক।

রামু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন

সায়ীদ আলমগীর/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।