বগুড়ার ৭ আসনে ৩৯ ভোট কেন্দ্র বাড়ানোর প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৮:৪৪ এএম, ০২ অক্টোবর ২০১৮

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া জেলায় সাতটি আসনের জন্য নতুন করে আরও ৩৯টি ভোট কেন্দ্র বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এরই মধ্যে ভোট কেন্দ্রের খসড়া প্রকাশ করা হয়েছে। ভোটারের সংখ্যা বেড়ে যাওয়ায় ভোট গ্রহণের সুবিধার্থে এসব কেন্দ্র বাড়ানো হচ্ছে। অচিরেই এসব কেন্দ্র চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে বগুড়া জেলা নির্বাচন অফিস।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দশম জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ছিল ৮৮২টি। আর ভোট গ্রহণ কক্ষের সংখ্যা ছিল চার হাজার ৪৭৪টি। এবার আসন্ন একাদশ সংসদ নির্বাচনের জন্য জেলায় ভোট কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে করা হয়েছে ৯১৯টি। ইতোমধ্যে খসড়া কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। ভোটার সংখ্যার অনুপাতে ভোট কক্ষের সংখ্যা করা হয়েছে চার হাজার ৭৯৪। এর মধ্যে চার হাজার ৫২৮টি স্থায়ী এবং ২৬৬টি অস্থায়ী ভোট কক্ষ রয়েছে।

সূত্র জানায়, ১২উপজেলায় ১০৮টি ইউনিয়ন ও ১২টি পৌরসভা নিয়ে বগুড়া জেলার সাতটি নির্বাচনী আসন। দশম জাতীয় সংসদ নির্বাচনে জেলায় মোট ভোটারের সংখ্যা ছিল ২৩ লাখ ৫ হাজার ৯৫৪। মৃত্যুজনিত কারণ ছাড়াও অন্যান্য কারণে বাদ যাওয়ার পর এখন জেলায় হালনাগাদ ভোটার রয়েছেন ২৫ লাখ ৫৪ হাজার ৫৪৫। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা ১২ লাখ ৮৯ হাজার ২১৯ জন। পুরুষ ভোটারের সংখ্যা ১২ লাখ ৬৫ হাজার ৩২৬ জন। জেলায় পুরুষ ভোটারের চেয়ে ২৩ হাজার ৮৯৩ জন নারী ভোটার

যেসব আসনে ভোট কেন্দ্র বাড়ানো হয়েছে সেগুলো হলো- বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে চারটি, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ১৪টি, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে দুটি,
বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনে পাঁচটি এবং বগুড়া-৬ (সদর) আসনে ১৪টি। সব মিলিয়ে ৩৯টি ভোটকেন্দ্র বাড়ানো হচ্ছে।

বগুড়া-১ আসনের নতুন চারটি ভোট কেন্দ্র হলো- সোনাতলা উপজেলার সরকারি নাজির আখতার কলেজ, করমজা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম তেকানী মোল্লাপাড়া বিদ্যালয় ও লুৎফর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়।

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নতুন ১৪টি ভোটকেন্দ্র হলো- ময়দানহাটা ইউনিয়নের মহব্বতপুর নন্দীপুর সবুজ সাথী সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ ও মহিলা কেন্দ্র, কিচক ইউনিয়নের ধারিয়া গাংগইট বিদ্যালয় পুরুষ ও মহিলা কেন্দ্র, আটমূল ইউনিয়নের পুটখুর বিদ্যালয় পুরুষ ও মহিলা কেন্দ্র, আটমূল বিদ্যালয়ে পুরুষ কেন্দ্র, পীরব ইউনিয়নের সৈয়দপুর ভাটরা বিদ্যালয়ে পুরুষ কেন্দ্র, একই ইউনিয়নে পালিকান্দা আশরাফপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে মহিলা কেন্দ্র, মাঝিহট্র ইউনিয়নে কেলুঞ্জা বিদ্যালয়ে পুরুষ ও মহিলা কেন্দ্র, শিবগঞ্জ সদর ইউনিয়নে উত্তর শ্যামপুর বিদ্যালয়ে পুরুষ ও মহিলা কেন্দ্র, পূর্ব জাহাঙ্গীরাবাদে শাহে দেওয়ান মালেকা বানু বিদ্যালয়ে পুরুষ ও মহিলা কেন্দ্র, দেউলী ইউনিয়নের রহবল উচ্চ বিদ্যালয়ে মহিলা কেন্দ্র, দেউলী উচ্চ বিদ্যালয়ে মহিলা কেন্দ্র, সৈদয়পুর ইউনিয়নের ইসলামিয়া বিদ্যালয়ে মহিলা কেন্দ্র, অভিরামপুর বিদ্যালয়ে মহিলা কেন্দ্র, এবং মোকামতলা ইউনিয়নে হরিপুর উদীয়মান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরুষ ভোট কেন্দ্র।

বগুড়া-৩ আসনের আদমদীতে দুটি ভোট কেন্দ্র বেড়েছে। এগুলো হচ্ছে চাঁপাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কুন্দগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।

বগুড়া-৬ সদর আসনে ১৪টি ভোট কেন্দ্রগুলো হলো- বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, করোনেশন স্কুল ও কলেজ, মালতীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোট কুমিড়া বিদ্যালয়, ঝোপগাড়ি বিদ্যালয়, রাজাপুর আনসার সমাজ উন্নয়ন বিদ্যালয়, নারুলী উত্তরণ বিদ্যালয়, ঘোলাগাড়ি বিদ্যালয়, পল্লী মঙ্গল বিদ্যালয়, নামুজা ফাজিল মাদরাসা, টেংরা বিদ্যালয়, গোকুল বালক বিদ্যালয়, মহিষবাথান উচ্চ বিদ্যালয় কেন্দ্র। এসব কেন্দ্রের বেশিরভাগই মহিলা ভোট কেন্দ্র।

বগুড়ার দায়িত্বপ্রাপ্ত জেলা নির্বাচন কর্মকর্তা এএসএম জাকির হোসেন বলেন, সাতটি সংসদীয় আসনে ভোট গ্রহণের সুবিধার্থে দশম সংসদের চেয়ে একাদশ সংসদ নির্বাচনে ৩৯টি ভোট কেন্দ্র বাড়ানোর প্রস্তাব করে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকা নির্বাচন কমিশনে পাঠানো হবে। নির্বাচন কমিশন তা চূড়ান্ত করবে।

লিমন বাসার/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।