গাজীপুরে গভীর বনে মিলল হিজড়ার বস্তাবন্দি মরদেহ
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের পোষাইদ এলাকার জৈনাবাজার-বরমী সড়কের পাশের গজারি বন থেকে অজ্ঞাত পরিচয় এক হিজড়ার (২৫) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
শ্রীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহীদুল হক মোল্লা জানান, পোষাইদ এলাকায় জৈনাবাজার-বরমী সড়কের পাশে গজারি বনের ভেতর একটি বস্তাবন্দি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
তিনি বলেন, নিহতের গলায় আঘাতের দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে- শ্বাসরোধ করে হত্যার পর তাকে এখানে ফেলে গেছে হত্যাকারীরা। নিহতের পরনে লাল-খয়েরি শাড়ি রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শিহাব খান/আরএআর/এমএস