গাজীপুরে রাসেল সরকারের গণসংযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৯:০৪ পিএম, ০৫ অক্টোবর ২০১৮

গাজীপুর-১ আসন থেকে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও তরুণ সমাজ সেবক মো. কামরুল আহসান সরকার রাসেল।

শুক্রবার বিকেলে তিনি গাজীপুর সিটি করপোরেশনের ১১নং ওয়ার্ডের কালেরভিটা এলাকায় গণসংযোগ শেষে স্থানীয় আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক নির্বাচনী প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

কোনাবাড়ি আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ওই সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর যুবলীগের সদস্য ইকবাল হোসেন মাস্টার, নারী কাউন্সিলর তসলিমা নাসরিন, স্থানীয় যুব মহিলালীগের সভাপতি আলেয়া আক্তার আওয়ামী যুবলীগের কাশিমপুর ইউনিয়ন শাখার সভাপতি বেলায়েত হোসেন খান বাবুল, ফুলবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল রানা, আওয়ামী যুবলীগের নেতা আহসান পালোয়ান, বিল্লাল হোসেন, ফারুক হোসেন, সেলিম হোসেন প্রমুখ।

এর আগে তিনি কয়েকশ মোটরসাইকেল ও গাড়ি শোভাযাত্রা সহকারে দলীয় নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও প্রচারণা চালান।

আমিনুল ইসলাম/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।