রাস্তায় ঝুলে থাকা তারে প্রাণ গেল বাসযাত্রীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৮:৪১ এএম, ০৬ অক্টোবর ২০১৮
প্রতীকী ছবি

বগুড়ায় ঝুলে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাসের ছাদে বসা এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। শুক্রবার সন্ধ্যায় জেলার গাবতলী উপজেলার উনচুরখী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিবলু (৩৫) সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি এলাকার হাসিম উদ্দিনের ছেলে। আহত রেজাকে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, রোহান পরিবহন নামে একটি বাস সন্ধ্যার আগে বগুড়া শহর থেকে সারিয়াকান্দির উদ্দেশে রওনা হয়। শিবলুসহ পাঁচ-ছয়জন ওই বাসের ছাদে ওঠেন। বাসটি উনচুরখী এলাকায় পৌঁছালে রাস্তার ওপর ঝুলে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে শিবলু নিহত হন।

সেখানে বিদ্যুতের লাইন মেরামতের কাজ চলছে জানিয়ে তিনি বলেন, ঘটনাস্থল গাবতলী থানায় হওয়ায় আটক বাসসহ মরদেহ ওই থানায় হস্তান্তর করা হয়েছে। মামলাও সেখানে হবে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছে।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।