খালেদার মুক্তির দাবিতে গাজীপুর মহিলা দলের অনশন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৫:১৮ পিএম, ০৭ অক্টোবর ২০১৮

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে গাজীপুর মহানগর মহিলা দলের উদ্যোগে প্রতিকী অনশন কর্মসূচি পালিত হয়েছে। রোববার সকালে জেলা শহরে দলীয় কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

অনশন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সোহরাব উদ্দিন। গাজীপুর মহানগর মহিলা দলের সভাপতি শিরিন চাকলাদারের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন- মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ফিরোজা আক্তার, সাংগঠনিক সম্পাদক খাদিজা আক্তার বীণা, মহিলা কাউন্সিলর খন্দকার নূরুন্নাহার, উপদেষ্টা আনোয়ারা বেগম, সুলতানা আহমেদ কণা ও মাকসুদা বেগম প্রমুখ।

অনশন কর্মসূচি শেষে মহানগর মহিলা দলের সভাপতি শিরিন চাকলাদারকে পানি পান করিয়ে অনশন ভাঙান মহিলা দল নেত্রী খাদিজা আক্তার বীণা।

কর্মসূচি চলাকালে নেতৃবৃন্দ অবিলম্বে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং সুচিকিৎসার দাবি জানান।

মো. আমিনুল ইসলাম/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।