বগুড়ায় মুক্তিযোদ্ধা মঞ্চের ট্রেন অবরোধ
মুক্তিযোদ্ধাদের ৩০ শতাংশ কোটা সংরক্ষণের দাবিতে বগুড়া রেলওয়ে স্টেশনে বিক্ষোভ সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংগঠন মুক্তিযোদ্ধা মঞ্চ। সোমবার দুপুর ১২টার দিকে বগুড়া রেল স্টেশনে লালমনিরহাট থেকে ছেড়ে আসা ২০ ডাউন মেইল ট্রেন সান্তাহার যাওয়ার পথে বগুড়া রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালে মুক্তিযোদ্ধা মঞ্চ ২০ মিনিট ট্রেন অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে।
৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণের দাবিতে সমাবেশে বক্তব্য দেন মুক্তিযোদ্ধার সন্তান রেজাউল ইসলাম রেজা, আজিজুল হক সুমন, রাশেদুল হাসান ও জিন্নাহ হক।
বক্তারা বলেন, উচ্চ আদাল মুক্তিযোদ্ধাদের ৩০ শতাংশ কোটা সংরক্ষণের আদেশ দিয়েছে। সেই আদেশ অমান্য করেছে সরকার থেকে গঠন করা কোটা সংক্রান্ত কমিটির সচিব। তাই সচিবকে অপসারণ করে বক্তারা অবিলম্বে কোটা প্রবর্তণ করার দাবি জানান।
বগুড়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মোহাম্মদ আব্দুল্লাহ জানান, লালমনিরহাট থেকে ২০ ডাউন মেইল ট্রেন সান্তাহার যাওযার পথে বগুড়া রেলওয়ে স্টেশনে এসে ১১টা ৫০মিনিটে পৌঁছে। এ সময় আন্দোলনকারীরা ট্রেন অবরোধ করে সামনে দাঁড়িয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। বগুড়া স্টেশনে ট্রেনটি নির্ধারিত পাঁচ মিনিট বিলম্ব করার কথা থাকলেও সমাবেশকারীদের কারণে প্রায় আধা ঘণ্টা দেরি হয়। সমাবেশকারীরা তাদের কর্মসূচি শেষ করলে ট্রেনটি গন্তব্যে ছেড়ে যায়।
লিমন বাসার/আরএআর/পিআর