টমটমে ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১২:৩০ এএম, ১০ অক্টোবর ২০১৮

কোচিং শেষে বাড়ি ফেরার পথে চলন্ত টমটমে ওড়না পেঁচিয়ে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ অক্টোবর) বেলা ১০টার দিকে কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর নুনিয়ারছড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুসাইবা হোসেন নিরু (১১) উত্তর নুনিয়ারছড়ার মুহাম্মদ হোসেন ধলুর মেয়ে ও স্থানীয় হাজি হাছন আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান নিহতের পরিবারের বরাত দিয়ে বলেন, সকালে কোচিং করতে বেরিয়ে ছিল নিরু। পড়া শেষে বাড়ির উদ্দেশে আবার টমটমে ওঠে। এ সময় অসাবধানতাবশত তার ওড়না টমটমের চাকায় পেঁচিয়ে গেলে গুরুতর আহত হয় নিরু। গিয়াস উদ্দিন নামে স্থানীয় একজন তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিরুর খালা নাসিমা আকতার বলেন, প্রতিদিনের মতো সকাল ৭টায় স্কুলের প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদের বাসায় কোচিং করতে যায় নিরু। টমটমে করে বাসায় ফেরার পথে করুণ ঘটনার শিকার হয় সে। এরপর থেকে তার মা আসমা আকতারের বিলাপে আকাশ ভারী হচ্ছে। বারবার জ্ঞান হারাচ্ছেন তিনি। কাঁদছে নিরুর একমাত্র জমজ ভাই হোসাইন আহমদ অভিও।

জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শাহীন আব্দুর রহমান চৌধুরী জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

সায়ীদ আলমগীর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।