বগুড়ায় বাসে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৩:০৪ পিএম, ১১ অক্টোবর ২০১৮

বগুড়ায় যাত্রীবাহী বাস লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় ১০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার দিবাগত রাতে থানার উপ-পরিদর্শক (এসআই) রুম্মান হাসান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ১০ জন আসামির নাম উল্লেখ করা হয়েছে। তবে গ্রেফতারের স্বার্থে আসামিদের নাম বলতে রাজি হননি তিনি।

এ ঘটনায় এখন পর্যন্ত জেলা যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক নূর মাহমুদ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার দুপুর দুইটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের টিএমএসএস ফিলিং স্টেশনের সামনে নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস লক্ষ্য করে পেট্রলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে ৩ বাসযাত্রী আহত হন।

লিমন বাসার/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।