কালিয়াকৈরে তিনটি ঝুটের গুদামে আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ১২ অক্টোবর ২০১৮

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় এক অগ্নিকাণ্ডে তিনটি ঝুটের গুদাম পুড়ে গেছে। শুক্রবার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সর্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে পল্লী বিদ্যুৎ এলাকার সোলাইমান মোল্লার ঝুটের গুদামে আগুন লাগে। মুহূর্তেই আগুন পার্শ্ববর্তী ওহাব মাতব্বর ও বিল্লাল হোসেনের ঝুটের গুদামে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের কালিয়াকৈর স্টেশনের দুইটি ও সাভার ইপিজেড স্টেশনের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গুদাম ও গুদামে রাখা মালামাল পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার কবিরুল ইসলাম জানান, বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে ঝুটের তিনটি গুদাম পড়ে গেছে।

আমিনুল ইসলাম/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।