ঋণের বোঝা সইতে না পেরে আত্মহত্যা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোলে (যশোর)
প্রকাশিত: ০২:৩০ পিএম, ২৫ অক্টোবর ২০১৮
প্রতীকী ছবি

ঋণের বোঝা সইতে না পেরে যশোরের বেনাপোলে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ৪ সন্তানের জনক সাইফুল (৪৫)।

বুধবার রাত ১০টার দিকে বেনাপোলে পোর্ট থানার গাতিপাড়া গ্রামে বাড়ির পাশের একটি গাছে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সাইফুল। তিনি ওই গ্রামের বোরহান উদ্দিনের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেন জানান, বিভিন্ন মাধ্যমে জেনেছি সাইফুলের কাজকর্ম না থাকায় সে বিভিন্ন এনজিওসহ এলাকার লোকের কাছ থেকে প্রায় ৪ লাখ টাকা ঋণ নেয়। পাওনাদারদের চাপ সহ্য করতে না পেরে সে আত্মহত্যার পথ বেছে নেয়। সাইফুলের তিন মেয়ে ও একটি ছেলে রয়েছে।

বেনাপোল পোর্ট থানার এসআই তাইজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

জামাল হোসেন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।