তানোরের ভাইস চেয়ারম্যান গ্রেফতার
রাজশাহীর তানোর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুর রহিম মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে উপজেলা পরিষদ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার আবদুর রহিম মোল্লা উপজেলা জামায়াতের রোকন। তিনি উপজেলার কামারগাঁ ইউনিয়নের শ্রীখন্ডি এলাকার বাসিন্দা।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তানোর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, গত ৬ ফেব্রুয়ারি দায়ের করা একটি নামকতার মামলার আসামি ছিলেন আবদুর রহিম মোল্লা। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে বিকেলেই তাকে আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
ফেরদৌস সিদ্দিকী/এএম/পিআর