বরিশাল-২ আসনে মনোনয়ন চায় ১৪ দলের আনিসুজ্জামান

জমির হোসেন
জমির হোসেন জমির হোসেন , ইতালি প্রতিনিধি
প্রকাশিত: ০১:১৭ এএম, ০৩ নভেম্বর ২০১৮

 

বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে মহাজোটের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আনিসুজ্জামান।

ইতোমধ্যে তার উদ্যোগে বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে সম্প্রতি বানারীপাড়া সরকারি স্কুল মাঠে বড় একটি সমাবেশের মাধ্যমে দলের শক্তিশালী অবস্থানের কথা জানান দেন তিনি।

মনোনয়ন পেতে সাংগঠনিক তৎপরতা, গণসংযোগ চালাচ্ছেন নির্বাচনী আসনের প্রত্যন্ত এলাকাগুলোতে। জাসদের প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধের নবম সেক্টর কমান্ডার মেজর (অব.) জলিলের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নে। ফলে মেজর জলিলের নির্বাচনী আসন হিসেবে এ আসনটি দাবি করছে বাংলাদেশ জাসদ।

southeast

বানারীপাড়ায় দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এমপি ও প্রেসিডিয়াম সদস্য ডা. মুশতাক হোসেনসহ শীর্ষ নেতারা সমাবেশে বক্তব্য রাখেন। স্থানীয় নেতারা জানান, নির্বাচনী প্রস্তুতি হিসেবেই ওই জনসভা অনুষ্ঠিত হয়।

এ ব্যাপারে আনিসুজ্জামান বলেন, বাংলাদেশ জাসদ মহাজোটের কাছে যে প্রার্থী তালিকা দেয়া হয়েছে, সেখানেও তার নাম রয়েছে। সেজন্য তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুত আছেন। নিয়মিত এলাকায় যোগাযোগ ও গণসংযোগ করছেন। দুই উপজেলায় দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে কাজ করে যাচ্ছেন।

অ্যাডভোকেটের দাবি, বরিশাল-২ আসনে আওয়ামী লীগ দলীয় বর্তমান সংসদ সদস্যসহ কমপক্ষে অর্ধডজন প্রার্থী মনোনয়ন পাওয়ার লড়াইয়ে নেমেছেন। ফলে বহু ভাগে বিভক্ত স্থানীয় আওয়ামী লীগ। এ অবস্থায় এ আসনে আওয়ামী লীগের প্রার্থী হলে মনোনয়ন বঞ্চিতের বিরোধিতার মুখে আসনটি মহাজোটের হাতছাড়া হওয়ার আশঙ্কা রয়েছে।

southeast

তাই মহাজোটের পরাজয় এড়াতে এবং এলাকায় সাংগঠনিক শক্তি ও ব্যক্তি গ্রহণযোগ্যতা বিবেচনায় জাসদের প্রার্থী হিসেবে মহাজোটের মনোনয়ন পেতে পারেন তিনি। তার বাড়ি বানারীপাড়া পৌর শহরে।

উল্লেখ্য, অ্যাডভোকেট আনিসুজ্জামান ২০০১ সালে চারদলীয় জোট সরকার আমলে বরিশাল ব্রজমোহন কলেজে জাসদ ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন। পরে তিনি সুপ্রিম কোর্টে আইন পেশায় যুক্ত হন। এছাড়াও তিনি ইতালির সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত।

এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।