মেহেরপুর জেলা জামায়াতের আমির গ্রেফতার
একাধিক নাশকতা মামলার আসামি মেহেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা তাজ উদ্দিন খানকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে মানিকনগরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার তাজ উদ্দিন খান মানিকনগর ডিএস আলিম মাদরাসার সিনিয়র মৌলভী।
মুজিবনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাসেম জানান, জেলা জামায়াতের আমির মাওলানা তাজ উদ্দিন খানের নামে মুজিবনগর থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে। বিকেলে তাকে গ্রেফতার করা হয়েছে।
আসিফ ইকবাল/আরএআর/এমএস