কলেজছাত্রী হত্যার আসামি গোলাগুলিতে নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ১৪ নভেম্বর ২০১৮

কক্সবাজারের উখিয়ার কলেজছাত্রী শারমিনা আক্তার হত্যা মামলার আসামি নূরুল কবিরের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বর পয়েন্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নূরুল কবির পৌরসভার দক্ষিণ রুমালিয়ারছরা টেকনাইফ্যা পাহাড়ের আব্দুল করিমের ছেলে।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার জানান, সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে সন্ত্রাসী নূরুল কবিরের মরদেহ পাওয়া যায়। মরদেহের পাশে একটি দেশীয় তৈরি এলজি বন্দুক, ৪০০ পিস ইয়াবা ও তিনটি গুলির খোসাও পাওয়া যায়।

থানা সূত্রে জানা যায়, গত সেপ্টেম্বর মাসে শহরের বড়বাজারের চাউল বাজার এলাকায় আবু তাহের (৫০) নামে এক ব্যবসায়ী ছুরিকাঘাতে খুন হন। ওই ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান অভিযুক্ত নিহত নুরুল কবির। এছাড়াও গত ১০ নভেম্বর উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নে বাসার ভেতর শারমিনা আক্তার (১৭) নামে এক কলেজছাত্রীকে গলাকেটে হত্যার ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার এজাহার নামীয় আসামিও এই নুরুল কবির।

সদর মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) মো. খায়রুজ্জামান বলেন, নিহত নুরুল কবির চারটি মামলার এজাহারভুক্ত আসামি। তার মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সায়ীদ আলমগীর/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।