ফেনসিডিলভর্তি প্রাইভেটকার আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ১৪ নভেম্বর ২০১৮

 

সিরাজগঞ্জ মহাসড়কে অভিযান চালিয়ে ফেনসিডিলভর্তি প্রাইভেটকার আটক করেছে পুলিশ। এ সময় প্রাইভেটকারের চালক চালক ও সহযোগীকে আটক করা হয়। বুধবার দুপুরে বঙ্গবন্ধু সেতুর গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক হয়।

আটকরা হলেন- মুন্সীগঞ্জের গজারিয়া থানার আড়াইলিয়া গ্রামের জজ মিয়ার ছেলে প্রাইভেটকার চালক মো. আলী হোসেন ওরফে আলী (৪০) ও তার সহযোগী দিনাজপুরের হাকিমপুরের মহির উদ্দিনের ছেলে মো. লিটন হোসেন (৩৫)।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ওসি সৈয়দ সহিদ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেতুর গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে ৬০০ বোতল ফেনসিডিলসহ প্রাইভেটকার ও চালক এবং সহযোগীকে আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।