মা ও স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০১:৫৩ পিএম, ১৫ নভেম্বর ২০১৮

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মা ও স্ত্রীকে হত্যার দায়ে সাবেদ আলী নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এজিএম আল মাসুদ বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত সাবেদ আলী পাকুন্দিয়া উপজেলার এগারসিন্ধু এলাকার মৃত মুসলিম মিয়ার ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, স্ত্রীর পরকিয়ার জের ধরে ২০০৩ সালের ২৭ জুন গভীর রাতে সাবেদ আলী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে স্ত্রী মনোয়ারা খাতুনকে হত্যা করেন। এ সময় পুত্রবধূকে রক্ষা করতে এগিয়ে গেলে মা জহুরা খাতুনকেও কুপিয়ে হত্যা করেন তিনি। ঘটনার পর আশপাশের লোকজন ঘাতক সাবেদ আলীকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ ব্যাপারে সাবেদ আলীর ছোট ভাই আসাদ মিয়া বাদী হয়ে ওই দিনই পাকুন্দিয়া থানায় মামলা করেন। ২০০৩ সালের ২২ ডিসেম্বর আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা এসআই মিজানুর রহমান। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করা হলো আজ।

নূর মোহাম্মদ/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।