আ.লীগের সংঘর্ষে স্কুলছাত্র নিহতের ঘটনায় হত্যা মামলা দায়ের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ১৯ নভেম্বর ২০১৮

নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চল বাঁশগাড়িতে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে তোফায়েল রানা নামে এক স্কুলছাত্র নিহতের ঘটনায় হত্যা মামলা হয়েছে। নিহতের বাবা আবদুল্লাহ ফকির বাদী হয়ে রোববার রাতে ৪৭ জনকে আসামি করে রায়পুরা থানায় মামলাটি করেছেন।

সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মেরাজ উদ্দি আহাম্মেদ এ তথ্য জানান।

পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার ভোরে রায়পুরার চরাঞ্চল বাঁশগাড়িত আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ বাধে। এতে তোফায়েল রানা নামে এক এসএসসি পরিক্ষার্থী নিহত হয়। পরে দুপুরে বাশঁগাড়ির সংঘর্ষ পার্শ্ববর্তী ইউনিয়ন নিলক্ষায় ছড়িয়ে পড়ে। দিনভর দফায় দফায় সংঘর্ষে ৪ জন নিহত হন। আহত হন কমপক্ষে অর্ধশতাধিক। ভাঙচুর ও লুটপাট করা হয় বেশ কিছু বাড়িঘরে।

পুলিশ সুপার মেরাজ উদ্দিন আহাম্মেদ বলেন, টেঁটা যুদ্ধ বন্ধ করতে পুলিশের পক্ষ থেকে সকল চেষ্টা চালানো হবে। একইসঙ্গে এসব হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করা হবে।

সঞ্জিত সাহা/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।