ভৈরবে বিএনপির ৩৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৬:১৬ পিএম, ১৯ নভেম্বর ২০১৮

কিশোরগঞ্জের ভৈরবে পুলিশকে মারধর ও বিস্ফোরক দ্রব্য ব্যবহারের অভিযোগে বিএনপির ৩৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার সকালে উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলামকে প্রধান আসামি করে ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০০ জনকে অভিযুক্ত করে পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করে।

ভৈরব থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) বাহালুল আলম খান জানান, রোববার সন্ধ্যায় শহরের চন্ডিবের এলাকায় উপজেলা বিএনপির একটি নির্বাচনী কর্মী সভাকে কেন্দ্র করে উদ্ভূত ঘটনায় পুলিশের তিন সদ্যসকে মারধর ও বিস্ফোরক দ্রব্য ব্যবহারের অভিযোগে এ মামলা করেছেন এসআই অভিজিৎ চৌধুরী। পুলিশ অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে। বিএনপি নেতাকর্মীরা গা ঢাকা দিয়েছে ।

উল্লেখ্য, গতকাল রোববার সন্ধ্যায় শহরের চন্ডিবের এলাকায় বিএনপির একটি নির্বাচনী কর্মী সভা চলছিল। এ কর্মী সভাকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে পুলিশসহ ১২ জন আহত হন।

আসাদুজ্জামান ফারুক/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।