বাদ পড়লেন মহসিন আলীর স্ত্রী, একটিতে বিকল্পধারা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৮:০৭ পিএম, ২৫ নভেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারের চারটি সংসদীয় আসনের তিনটিতে আওয়ামী লীগ নিজেদের প্রার্থী ঘোষণা করলেও একটি আসন নিয়ে বিকল্প ধারার সঙ্গে আলোচনা চলছে বলে জানা গেছে। মৌলভীবাজার ১, ৩ ও ৪ আসনে মনোনয়ন প্রদান করা হলেও ২ কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

দলীয় সূত্রে জানা গেছে এ আসনে প্রার্থী হতে পারেন বিএনপি থেকে সদ্য বিকল্পধারায় যোগ দেয়া সাবেক এমপি এমএম শাহিন। তবে তার ঘনিষ্টজনরা জানিয়েছেন, মনোনয়নের নিশ্চয়তা পেয়েই বিকল্পধারায় যোগ দেন তিনি।

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ি) আসনে বর্তমান এমপি হুইপ মো. শাহাব উদ্দিনকে পুনরায় মনোনয় দেয়া হয়েছে। মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে বর্তমান এমপি সৈয়দা সায়রা মহসীনের বদলে এবার মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ। মৌলভীবাজার ৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে টানা ৬ষ্ঠবারের মতো মনোনয়ন পেয়েছেন আব্দুস শহীদ এমপি।

মৌলভীবাজার ৩ আসনে নতুন মুখের আগমন ঘটেছে। এ আসনে বর্তমান এমপির বদলে মনোনয়ন পেয়েছেন নেছার আহমদ। সায়রা মহসিন প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৃত্যর পর উপ-নির্বাচনে প্রার্থী হয়ে এ আসনে বিজয়ী হন। তবে এ আসনে নতুন প্রার্থী দিলেও মৌলভীবাজার ১ ও ৪ আসনে বর্তমান সাংসদরা মনোনয়ন পেয়েছেন।

মনোনয়ন পাওয়া সদর আসনের নেছার আহমদ জানান, জননেত্রী শেখ হাসিনা আমার যোগ্যতা ও দক্ষতা যাচাই করে এই আসনে নৌকার মাঝি করেছেন। নিষ্ঠার সঙ্গে মানুষের জন্য কাজ করেছি তেমনিভাবে নির্বাচিত হয়ে সংসদে গেলে দল মত নির্বিশেষে মানুষের জন্য কাজ করে যাবো।

রিপন দে/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।