বাদ পড়লেন মহসিন আলীর স্ত্রী, একটিতে বিকল্পধারা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারের চারটি সংসদীয় আসনের তিনটিতে আওয়ামী লীগ নিজেদের প্রার্থী ঘোষণা করলেও একটি আসন নিয়ে বিকল্প ধারার সঙ্গে আলোচনা চলছে বলে জানা গেছে। মৌলভীবাজার ১, ৩ ও ৪ আসনে মনোনয়ন প্রদান করা হলেও ২ কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।
দলীয় সূত্রে জানা গেছে এ আসনে প্রার্থী হতে পারেন বিএনপি থেকে সদ্য বিকল্পধারায় যোগ দেয়া সাবেক এমপি এমএম শাহিন। তবে তার ঘনিষ্টজনরা জানিয়েছেন, মনোনয়নের নিশ্চয়তা পেয়েই বিকল্পধারায় যোগ দেন তিনি।
মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ি) আসনে বর্তমান এমপি হুইপ মো. শাহাব উদ্দিনকে পুনরায় মনোনয় দেয়া হয়েছে। মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে বর্তমান এমপি সৈয়দা সায়রা মহসীনের বদলে এবার মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ। মৌলভীবাজার ৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে টানা ৬ষ্ঠবারের মতো মনোনয়ন পেয়েছেন আব্দুস শহীদ এমপি।
মৌলভীবাজার ৩ আসনে নতুন মুখের আগমন ঘটেছে। এ আসনে বর্তমান এমপির বদলে মনোনয়ন পেয়েছেন নেছার আহমদ। সায়রা মহসিন প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৃত্যর পর উপ-নির্বাচনে প্রার্থী হয়ে এ আসনে বিজয়ী হন। তবে এ আসনে নতুন প্রার্থী দিলেও মৌলভীবাজার ১ ও ৪ আসনে বর্তমান সাংসদরা মনোনয়ন পেয়েছেন।
মনোনয়ন পাওয়া সদর আসনের নেছার আহমদ জানান, জননেত্রী শেখ হাসিনা আমার যোগ্যতা ও দক্ষতা যাচাই করে এই আসনে নৌকার মাঝি করেছেন। নিষ্ঠার সঙ্গে মানুষের জন্য কাজ করেছি তেমনিভাবে নির্বাচিত হয়ে সংসদে গেলে দল মত নির্বিশেষে মানুষের জন্য কাজ করে যাবো।
রিপন দে/এমএএস/আরআইপি