নোয়াখালীতে কাদের-মওদুদসহ ৮৩ জনের মনোনয়ন দাখিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১০:২৮ পিএম, ২৮ নভেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে দুই হেভিওয়েট প্রার্থীসহ মোট ৮৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে চারজন নারী প্রার্থী রয়েছেন।

n

বুধবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন থাকায় জেলার ছয়টি আসনের প্রার্থীরা সকাল থেকে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তন্ময় দাস এবং সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। অনেকে সশরীরে উপস্থিত থেকে মনোনয়নপত্র দাখিল করলেও অনেকে মনোনীত ব্যক্তিকে দিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।

n

তবে প্রতিটি আসনে বড় দুটি দল আওয়ামী লীগ ও বিএনপি থেকে দলীয় মনোনীত প্রার্থীর পাশাপাশি একাধিক প্রার্থীও মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ নোয়াখালী-৫ আসনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

n

মনোনয়ন দাখিলকৃতদের মধ্যে অন্যতম হলো নোয়াখালী-১ আসনে এইচ এম ইব্রাহিম (আওয়ামী লীগ), ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন (বিএনপি), নোয়াখালী-২ আসনে মোরশেদ আলম (আওয়ামী লীগ), জয়নুল আবদনি ফারুক (বিএনপি), কাজী মফিজুর রহমান (বিএনপি), নোয়াখালী-৩ আসনে মামুনুর রশিদ কিরণ (আওয়ামী লীগ), বরকত উল্যা বুলু (বিএনপি), নোয়াখালী-৪ আসনে একরামুল করিম চৌধুরী (আওয়ামী লীগ), মোহাম্মদ শাহাজাহান (বিএনপি), নোয়াখালী-৬ আসনে আয়েশা ফেরদাউস (আওয়ামী লীগ), ফজুলল আজিম (বিএনপি)।

মিজানুর রহমান/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।