‘শেখ হাসিনার নির্দেশে’ তিনি স্বতন্ত্র প্রার্থী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৮:৫২ এএম, ২৯ নভেম্বর ২০১৮

দলের হাইকমান্ড থেকে বারবার সর্তক করা হয়েছে কেউ বিদ্রোহী প্রার্থী হলে আজীবনের জন্য বহিষ্কার করা হবে। কিন্তু মৌলভীবাজার-২ আসনে মহাজোটের প্রার্থী থাকার পরও মনোনয়ন দাখিল করেছেন আওয়ামী লীগ নেতা বর্তমান এমপি আব্দুল মতিন। তার দাবি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিজেই তাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে বলেছেন।

বুধবার শেষ দিন মৌলভীবাজার-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন মহাজোটের মনোনয়নবঞ্চিত বর্তমান এমপি মো. আব্দুল মতিন। এ আসনে মহাজোটের প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য এমএম শাহীন।

মহাজোটের প্রার্থী থাকার পরও স্বতন্ত্র প্রার্থী হওয়ার কারণ ব্যাখ্যা দিয়ে এমপি আব্দুল মতিন বলেন, আমি মনোনয়ন না পেয়ে দলের সভানেত্রীর সঙ্গে দেখা করি। নেত্রী আমাকে বলেছেন ‘নৌকা দিতে পারব না তবে তুমি চাইলে স্বাধীনভাবে নির্বাচন করতে পার’। তাই নেত্রীর কথামতো আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোয়নন দাখিল করেছি।

রিপন দে/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।