নোয়াখালীতে একই আসনে স্বামী-স্ত্রীর মনোনয়নপত্র দাখিল
নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার স্ত্রী জেলা বিএনপির সদস্য শামীমা বরকত লাকি মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বুধবার আলাদা আলাদাভাবে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের কাছে এ মনোনয়নপত্র দাখিল করেন তারা।
এই আসনে বিএনপি থেকে সাবেক এমপি ও বিএনপি ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল ইসলাম দোলন মনোনয়ন পেয়েছেন। তারা দুজন বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করলেও বরকত উল্লাহ বুলুর স্ত্রী ও জেলা বিএনপির সদস্য শামীমা বরকত লাকি মনোনয়ন জমা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।
এ বিষয়ে বেগমগঞ্জ উপজেলা বিএনপি নেতৃবৃন্দরা জানান, বিএনপি ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর বিরুদ্ধে শতাধিক মামলা থাকার কারণে তিনি যদি কোনো কারণে নির্বাচন করতে না পারেন তাহলে সেক্ষেত্রে তার স্ত্রী শামীমা বরকত লাকি নির্বাচন করার কথা রয়েছে। এ কারণেই বিএনপি মনোনীত দুজন প্রার্থী থাকার পরেও তার স্ত্রী মনোনয়ন দাখিল করেছেন।
এই আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি আলহাজ্ব মামুনুর রশীদ কিরণ।
সহকারী রিটানিং ও বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন জানান, নোয়াখালী-৩ আসনে মোট ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মিজানুর রহমান/এমবিআর/আরআইপি