নাটোরে আ.লীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০২:২১ পিএম, ২৯ নভেম্বর ২০১৮
ছবি-প্রতীকী

 

নাটোরের সিংড়ায় ইটালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক দফতর সম্পাদক ও বর্তমান নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদের (৫২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সিংড়া থানা পুলিশ।

বৃহস্পতিবার সকালে ইটালী স্কুলমাঠের পাশে আমগাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। আজাদ ইটালী গ্রামের আলহাজ্ব আবুল কাসেমের ছেলে।

নিহতের পরিবার জানায়, আজাদ খোলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তার বিরুদ্ধে কোনো মামলা কিংবা কারও সঙ্গে বিরোধ ছিল না।

সিংড়া থানার ওসি (তদন্ত) নেয়ামুল আলম জানান, ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

রেজাউল করিম রেজা/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।