আ.লীগের প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০২:৫৫ পিএম, ২৯ নভেম্বর ২০১৮

মেহেরপুর-১ আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও এমপি ফরহাদ হোসেন দোদুলকে দলীয়ভাবে মনোনয়ন দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন মনোনয়নবঞ্চিত ও সাবেক এমপি জয়নাল আবেদীনের সর্মথকরা।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে মিছিলটি কোর্ট মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় বিক্ষোভকারীরা বলেন, দলীয়ভাবে মেহেরপুরে ফরহাদ হোসেন দোদুলকে মনোনয়ন দেয়া হয়েছে। আমরা এই সিদ্ধান্ত মানি না। আমরা চাই গ্রহণযোগ্য প্রার্থীকে মনোনয়ন দেয়া হোক।

প্রসঙ্গত, গত তিন দিন ধরে মনোনয়ন বাতিলের দাবিতে বিভিন্ন প্রার্থীর সর্মথকরা বিক্ষোভ মিছিল করে আসছেন।

আসিফ ইকবাল/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।