লরি-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল রোগীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
প্রকাশিত: ০৫:২৫ পিএম, ২৯ নভেম্বর ২০১৮

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরি ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে রোগী আব্দুর রাজ্জাক (৭০) নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন রোগীর সঙ্গে আসা আরও তিনজন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার দরি বাউশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- নিহত আব্দুর রাজ্জাকের পরিবারের সদস্য লাকী বেগম (৩০) ইফতেকা (৩৫) ও মো. বাতেন (২৪)। তাদেরকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনার কারণে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সড়কের একপাশ বন্ধ রাখা হয়। এতে প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ উদ্যোগে উদ্ধার কাজ শেষ হয়।

গজারিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।